ENGLISH VERSION

NEO কী?

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড বা NEO হল একটি শিক্ষা আন্দোলন যা পৃথিবী ও পরিবেশ বিজ্ঞানকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মূলধারায় নিয়ে আসতে চায়। এই অলিম্পিয়াডের লক্ষ্য হল ভবিষ্যত প্রজন্মের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও অন্যান্য পেশাজীবিদেরকে শেখানো, অনুপ্রাণিত করা এবং তাদের মাঝে সমন্বয় স্থাপন করা যেন তাদের জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের মাধ্যমে তৈরি হয় একটি ন্যায়ানুগ ও টেকসই বিশ্ব।

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং সমমানের প্রাইভেট প্রার্থীদের জন্য এই প্রতিযোগিতা। যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী এখনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে থাকে, তবে সেও অংশ নিতে পারবে।

 

  • আর্থ সায়েন্স কী এবং পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ কীভাবে কাজ করে তা জানার সুযোগ
  • আমাদের প্রাকৃতিক পরিবেশ, ভূমিরূপের ভিন্নতা এবং জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে শিখতে একেবারে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ।
  • আঞ্চলিক এবং বৈশ্বিক পরিবেশগত সমস্যা সম্পর্কে জানার সুযোগ।
  • নেতৃত্বের দক্ষতার বিকাশ এবং দৈনন্দিন জীবনে নেতৃত্বের চর্চার প্রশিক্ষণ।
  • দেশব্যাপী ১০০০-ও বেশি সদস্যের NEO অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়া।
  • আন্তর্জাতিক আর্থ সাইন্স অলিম্পিয়াড ২০২৩ – এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।
 
প্রস্তুতি পর্ব

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
বিকাল ৩:০০ - ৪:০০

জাতীয় পর্ব

শনিবার ১৫ এপ্রিল, ২০২৩
দুপুর ১:৩০ - ৪:৩০

আমাদের বঙ্গীয় ব-দ্বীপকে রক্ষা করি: প্রাকৃতিক জলাধার গুলোকে পুনরুদ্ধার করি

বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ। অসংখ্য ছোট-বড় নদী, নদ, খাল, বিল, হ্রদ-সহ অন্যান্য প্রাকৃতিক জলাধার, সেই সাথে দক্ষিণের বঙ্গোপসাগর এই ব-দ্বীপের প্রাণ। মিঠা ও নোনাপানির এইসকল উৎসের চারপাশেই যুগে যুগে গড়ে উঠেছে এই অঞ্চলের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য। পানির এই প্রাকৃতিক উৎসগুলোর ভবিষ্যতের উপরেই তাই নির্ভর করছে আমাদের ব-দ্বীপের প্রাণ-প্রকৃতির ভবিষ্যৎ।

কেমন আছে আমাদের এই প্রাকৃতিক জলাধারগুলো? ১৯৭১ সালেও নদ-নদী বিধৌত বাংলাদেশে প্রায় ১,২৯৪টি ছোট-বড় নদ-নদী ছিল। এখন সর্বসাকুল্যে ৭০০টির মত নদ-নদী টিকে রয়েছে, যাদের বেশীর ভাগই আজ মৃত্যুর মুখোমুখি। বাংলাদেশ সরকারের তথ্য মতে ৫৭টি নদীর নির্দিষ্ট এবং স্বীকৃত সীমানা রয়েছে। এই ৫৭টি নদীও মানুষের বেপরোয়া হস্তক্ষেপের শিকার।

কারখানার বর্জ্য, নদীদখল, অপরিকল্পিত বাঁধ, কৃষিজমির ব্যবহৃত কীটনাশক কীভাবে ধ্বংস করছে বাংলাদেশের জীববৈচিত্র্য, মানুষের জীবিকা ও ভবিষ্যত প্রজন্মের নিরাপদে বেঁচে থাকার সম্ভাবনাগুলোকে? এ থেকে পরিত্রাণের উপায়গুলোই বা কী?

যদি তুমি এসব নিয়ে চর্চা করতে ভালোবাসো তাহলে তোমার জন্যই আবার এসেছে National Earth Olympiad 2023। এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে যাচাই করে নাও আমাদের ব-দ্বীপের পরিবেশ নিয়ে তোমার জ্ঞান এবং যোগদান করো ১০০০ এরও বেশী সদস্যের নেটওয়ার্কে। এছাড়াও তুমি পেতে পারো ‘আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড ২০২৩’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

পর্বসমূহ

নিবন্ধন ও প্রাথমিক পর্ব

১১ ফেব্রুয়ারি – ৪ মার্চ, ২০২৩

এই অনলাইন পর্বে ৩০টি MCQ থাকবে এবং কমপক্ষে ২০টি MCQ এর সঠিক উত্তর দিতে হবে।  সঠিক উত্তর স্কোর না করা পর্যন্ত যতবার প্রয়োজন ততবার পরীক্ষাটি দেয়া যাবে।

বিভাগীয় পর্ব

৫ মার্চ, ২০২৩

বিভাগীয় পর্বে ৪০-৫০টি MCQ থাকবে এবং পরীক্ষাটি অনলাইনে হবে। পরীক্ষার সময় ১ ঘন্টা।

গ্রিন ডে ট্রেনিং

৮-১৮ মার্চ, ২০২৩

GDT একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। যেখানে প্রতিযোগীদেরকে পরিবেশ বিষয়ক সমস্যাগুলোর সাথে পরিচিত করা হবে। এই বছর বাংলাদেশের প্রতিটি বিভাগেই কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্ব

১৫ এপ্রিল, ২০২৩

বিভাগীয় পর্বে উত্তীর্ণদেরকে নিয়ে জাতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেরাদেরকে পদক ও সনদে ভূষিত করা হবে।

বাংলাদেশ জাতীয় দল বাছাই পরীক্ষা

১-৫ মে, ২০২৩

জাতীয় পর্বের সেরা ৩০ জন এই পরীক্ষায় অংশ নেবে। ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অংশগ্রহণের জন্য সেরা ৮ জনকে নিয়ে হবে একটি প্রশিক্ষণ ক্যাম্প।

১৬তম ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াড

আগস্ট, ২০২৩
৮ সদস্যের বাংলাদেশ জাতীয় দল সুযোগ পাবে ১৬তম ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার।

FAQs

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী বা সমমানের যেকোন শিক্ষার্থী। যদি কেউ এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে থাকে তবে সে-ও NEO-তে অংশগ্রহণ করতে পারবে।

আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অংশ নেওয়ার ক্ষেত্রে, তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী আগের আসরে পদক জয়ী কেউ IESO-তে অংশ নিতে পারবে না। প্রতিযোগীদের বয়স IESO অনুষ্ঠিত হবার বছরের ১ জুলাই-এ অনূর্ধ ১৯ বছরের নিচে হতে হবে।

হ্যাঁ, তারা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশনের চলাকালীন সময়, SSC/HSC পরীক্ষার্থী যারা কিনা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ/বিশ্ববিদ্যালয়) নথিভুক্ত নয়, তারা যে প্রতিষ্ঠান (স্কুল/কলেজ) থেকে সম্প্রতি পাশ করেছে সেই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করবে। O/A লেভেলের এবং প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের নামের জায়গায় পরীক্ষাকেন্দ্রের নাম বা পাঠ্যক্রমের নাম ব্যবহার করতে হবে (যেমন: ব্রিটিশ কাউন্সিল, এডেক্সেল প্রাইভেট ক্যান্ডিডেট, ইত্যাদি)।

প্রাথমিক ও বিভাগীয় পর্বের প্রশ্নগুলি বেশিরভাগই বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থ সাইন্স এবং পরিবেশ সম্পৃক্ত বিষয়াবলীর উপর ভিত্তি করে করা হয়েছে। একইসাথে এই বছরের NEO-এর মূল প্রতিপাদ্য অর্থাৎ নদী ও নদীভিত্তিক পরিবেশ সম্পর্কিত কিছু দক্ষতামূলক প্রশ্নও থাকছে।

 

আর জাতীয় পর্বের প্রশ্নগুলো আর্থ সাইন্সের এই মৌলিক বিষয়গুলোকেই আরো গভীরভাবে স্পর্শ করবে। নতুনদের জন্য, “হাই স্কুল আর্থ সায়েন্স” বই, বা NCTB-এর ৯ম – ১০ম শ্রেণীর ভূগোল পাঠ্যবই থেকে প্রাথমিক ধারণা নেয়া যেতে পারে, তবে আমাদের পাঠ তালিকায় আরো বই রয়েছে। যথাযথ প্রস্তুতির জন্য আমাদের সিলেবাস এবং প্রস্তুতির নির্দেশনাটি ভালোভাবে অনুসরণ করতে হবে।

প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি দুইটি ভাষাতেই তৈরি করা হয়েছে।

বিভাগীয় পর্বে উত্তীর্ণদেরকে নিয়ে এটি একটি প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালাটিতে ইন্টারেক্টিভ গেম, পাজল, সিমুলেশন ইত্যাদির মাধ্যমে পরিবেশগত সমস্যা সম্পর্কে শেখানো হবে। এটি একইসাথে তরুণ প্রজন্মকে তাদের নেতৃত্বের দক্ষতা বিকাশ এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিবেশগত সমস্যাগুলি মোকাবেলায় কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে। কর্মশালাটি বাংলাদেশের ৮টি বিভাগে অনুষ্ঠিত হয়ে দক্ষ ও প্রশিক্ষিত তরুণদের একটি দেশব্যাপী নেটওয়ার্ক তৈরি করবে।

IESO বা আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি বার্ষিক প্রতিযোগিতা। এর বয়স সীমা সর্বোচ্চ ১৯ বছর। মূলত এই প্রতিযোগিতায় ভূতত্ত্ব, আবহাওয়াবিদ্যা, জলবিদ্যা, গ্রহ-নক্ষত্র এবং পরিবেশ বিজ্ঞান সহ আর্থ সায়েন্সের অন্তর্ভুক্ত বিষয়গুলোর উপরে প্রতিযোগীদের দক্ষতা যাচাই করা হয়। IESO পরীক্ষা মূলত হয় ইংরেজিতে। তবে আঞ্চলিক প্রতিনিধিরা প্রতিযোগীদের সুবিধার্থে নিজেদের ভাষায় লিখিত পরীক্ষা এবং সংশ্লিষ্ট উপকরণ অনুবাদ করতে পারে। NEO এর জাতীয় পর্বে উত্তীর্ণ সেরা প্রতিযোগীদেরকে বাছাই করে তৈরি হয় IESO তে অংশ নেবার জন্য বাংলাদেশ জাতীয় দল।

প্রতিটি বিভাগের শীর্ষস্থান অধিকারীরা GDT-তে অংশগ্রহণের সুযোগ পায়। যারা সফলভাবে GDT সম্পূর্ণ করবে তাদের জন্য রয়েছে পুরষ্কার ও সনদ। পরবর্তীতে জাতীয় পর্বে সেরা ৩০জন বিজয়ীর জন্যে রয়েছে পুরষ্কার ও সনদ।

জাতীয় পর্বের ঠিক পরেই হয় বাংলাদেশ জাতীয় দলের বাছাই প্রক্রিয়া। অনলাইন ও অফলাইন মিলিয়ে কিছু লিখিত পরীক্ষা এবং কয়েকটি দলীয় মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে এই বাছাই হয়। মূল্যায়নের আগে প্রতিযোগীদের জন্য থাকবে কিছু প্রশিক্ষণ ও পাঠচক্র; যার বেশিরভাগই হবে অনলাইনে।

People

Dr. Saleemul Huq Co-Chair, NEO National Committee and Director International Centre for Climate Change and Development (ICCCAD)
Dr. M Shamsher Ali Chair, NEO Advisory Board Past President, Bangladesh Academy of Sciences
Dr. Ainun Nishat Vice Chancellor, BRAC University
Dr. Atiq Rahman Executive Director, Bangladesh Center for Advanced Studies
Dr. ATM Nurul Amin Professor, North South University
Dr. Fazle Rabbi Sadeque Ahmed Project Coordinator, PKSF
Dr. Haseena Khan Professor, University of Dhaka
Dr. Kazi Matin Uddin Ahmed Professor, Department of Geology, University of Dhaka
maksud
Dr. ASM Maksud Kamal Dean, Faculty of Earth and Environmental Sciences, University of Dhaka
Dr. Nasreen Ahmad Pro Vice-Chancellor, University of Dhaka
Dr. Nowshad Amin Professor, National University of Malaysia
Dr. Omar Rahman VC, Independent University Bangladesh
Mr. Saber Hossain Chowdhury Chairman, All Party Parliamentary Committee on Climate Change and Environment
Ms. Syeda Rizwana Hasan CEO, Bangladesh Environmental Lawyers’ Association
Dr. Younus Ahmed Khan Professor, Rajshahi University
Dr. Zeba I. Seraj Professor, University of Dhaka

Nihal Zuhayar Parash Miaji

Co-Lead

Yale-NUS College

Md Mubtaseem Ahnaf Aronno

Co-Lead

Dartmouth College, NH, USA

Samen Yasar

Member

Yale-NUS College

Fardin Al Wafian

Member

Institute of Business Administration, University of Dhaka

Md Mahmudunnobe

Member

Minerva Schools at KGI, California, USA

Fahim Rajit Hossain

Member

Bangladesh Army Universiy of Engineering and Technology

Farhan Kamrul Khan

Member

New York University Abu Dhabi, UAE

Rudiba A. Laiba

Member

Massachusetts Institute of Technology, MA, USA

A K M Sadman Mahmud (Abir)

Member

Bucknell University, Lewisburg, PA

Shadad Hossain

Member

New York University Abu Dhabi, UAE

আয়োজক

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI) বাংলাদেশী তারুণ্যের ক্ষমতায়ন ও শিখনের মাধ্যমে একটি সমৃদ্ধ ও ন্যায়পরায়ণ বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, সচেতনতা, সক্ষমতা এবং অনুপ্রেরণা নিয়ে নতুন প্রজন্মের প্ল্যানেটারি স্টুয়ার্ডরা আরও ন্যায্য এবং টেকসই বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারবে।

সহযোগিতায়

মার্কিন দূতাবাস, ঢাকা

কৌশলগত, গবেষণা ও প্রচারণা সহযোগী

Department of Geology, University of Dhaka

International Centre for Climate Change and Development

Independent University, Bangladesh