এ বছরের প্রতিপাদ্য

‘নদী এবং নদীনির্ভর জীবন’

এদেশে স্থলভূমি গড়েই উঠেছে নদীর সাথে বয়ে আসা পলি থেকে, যেখানে ব্যাপ্তি পেয়েছে নদীকেন্দ্রীক জীববৈচিত্র্য। পানির সহজলভ্যতার সূত্র ধরে প্রাচীন যুগ থেকেই মানুষ নদ-নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস করে এসেছে। গড়ে উঠেছে নদীকেন্দ্রীক বসতি স্থাপন ও জীবিকার যোগান। অবিচ্ছেদ্য হয়ে উঠেছে মানুষের সাথে নদীর সম্পর্ক।

 

নদীর সাথে জুড়ে আছে আমাদের খাদ্যাভ্যাস, জীবিকা, লোকালয়, সংস্কৃতি, সৃষ্টি হয়েছে বিভিন্ন কল্প-কথা, এমনকি ঠিকানাও। পরিবহন, সেচ এবং পুষ্টির জন্য জল সরবরাহ করে এসেছে জালের মতো ছড়ানো নদীগুলো। ফলে নদীর গতিপ্রকৃতি ও চরিত্রের যেকোনো পরিবর্তন ব্যাপকভাবে প্রভাব ফেলে আমাদের আর্থ-সামাজিক জীবনধারাতেও। 

 

সপ্তদশ শতকের সমস্ত সরকারী নোটিশ এবং আইনী নথিতে বাংলার অঞ্চলটিকে ‘আবদে জান্নাত’ বা বাঙ্গালিকে স্বর্গের জাতি বলা হয়েছিল। এমনকি ৭১ সালে স্বাধীনতার সময়ও বাংলাদেশে প্রায় ১২০০টি নদী-নালা ছিল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হল যে এই নদীগুলির বেশিরভাগই মানবসৃষ্ট ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে মারাত্মক ঝুঁকিতে পড়েছে। অনেক নদী হয়ে যাচ্ছে বিলীন।

এছাড়াও ব্রিটিশ উপনিবেশবাদীদের প্রতিষ্ঠিত করে দেওয়া আমাদের অর্থনৈতিক ও সামাজিক-রাজনৈতিক দৃষ্টান্ত এই স্বর্গকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অস্বাভাবিক তাপমাত্রা পরিবর্তন, নদীর সম্পদের অধিকার নিয়ে সংঘর্ষ, নদী দখল, জলপথের যানবাহন, বালু উত্তোলন, অধিক সেচ এবং কীটনাশক প্রয়োগের জন্য নদীগুলির রূপ পরিবর্তন হচ্ছে। তুরাগ, শীতলক্ষ্যা, করতোয়ার মতো বিশাল নদীগুলো ছোট ছোট খালে পরিণত হয়েছে। বাংলাদেশ ‘আব্দে জান্নাত’ (স্বর্গের জাতি) থেকে এক ‘দুর্যোগপ্রবন দেশে’ পরিণত হয়েছে। 

 

কেমন আছে আমাদের এই নদীগুলি এখন? আর কেমন আছে এই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা মানুষ এবং অন্যান্য জীববৈচিত্রের জীবনধারা?  


এ সকল বিষয় যদি আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে আপনার মতই তরুণ শিল্পী, আলোকচিত্রী এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য এবার এসেছে আর্থ 360° প্রতিযোগিতা। প্রতিযোগিতার এবছরের বিষয় ‘নদী এবং নদীনির্ভর জীবন’। নদীগুলির সৌন্দর্য, বৈচিত্র্য, অস্তিত্বের লড়াই এবং তাদের উপর নির্ভরশীল জীবনগুলোর গল্প তুলে আনুন আপনার চিত্রকর্ম বা ক্যামেরার লেন্সে। সাংস্কৃতিক চর্চা, জীববৈচিত্র্য এবং নদীর বাস্তুতন্ত্রের উপর মানুষের কার্যকলাপের প্রভাবসহ নদীকে ঘিরে জীবনগুলোর বিভিন্ন দিক ফুটিয়ে তুলুন আপনার শিল্পকর্ম, আলোকচিত্র, ভ্লগ কিংবা ভিডিওচিত্রে এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

প্রতিযোগিতার নিয়মাবলী

These rules and regulations are meant to ensure fairness, originality, and appropriate content in the Earth 360 contest. Participants should carefully read and adhere to the guidelines provided by the contest organizers.

  • Participants must accurately register with their personal information and provide a valid email address and contact number for communication purposes.
  • Any content that is deemed offensive, explicit, or inappropriate will be disqualified, with a heavy emphasis on child safeguard and maintaining a safe environment. 
  • The list of shortlisted participants will be announced through their provided email addresses. It is the responsibility of participants to regularly check their email for updates and notifications. 
  • Entries must be submitted by the specified deadline. 
  • Entries will be judged based on creativity, technical skill, execution, and relevance to the theme.  
  • Video films must have English subtitle for dialogues in Bangla. Overall ‘audio transcription’ subtitle is encouraged as it enables hearing-impaired people to watch the film.
  • The list of shortlisted participants will be announced through their provided email addresses. It is the responsibility of participants to regularly check their email for updates and notifications
  • In the production and distribution of video films, BYEI has the right to censor or edit any scene or sound deemed inappropriate for its intended audience by blurring or cutting that specific part of the video, provided that such censorship or editing complies with applicable laws and regulations regarding content modification and does not compromise the overall coherence or message of the film.

ডিসক্লেইমার

  • Originality & Ownership: Participants must confirm that the submitted photos/arts/videos are their own original creations and do not violate any copyrights. All submitted photographs must be original and taken by the participant.
  • Plagiarism: Digital art entries must be the original work of the participant. Plagiarism or the use of AI-generated content will not be tolerated and may result in disqualification.
  • Copyright Compliance: It’s the responsibility of participants to obtain the necessary permissions and licenses for any copyrighted materials used in their photos, such as music, images, or trademarks. 
  • Content Guidelines: The participant understands that any submissions must not include digitally generated and/or manipulated photographs/Art, endorsements of products or services, or any obscene, violent, racist, or defamatory content.
  • Consent: In cases where an identifiable individual is present in the photograph or film, the participants must confirm they have obtained the necessary consent from the individual for the use, publication, and exhibition of their likeness.
  • Usage Permission: Photographers grant BYEI the right to use, publish, screen and exhibit their submitted photos, with proper attribution, for purposes related to the competition or other promotional activities.
  • No Monetary Benefit: While selected photos/arts/videos will gain exposure through public exhibitions, participants should understand that no monetary compensation is provided for participation or display of their work, beyond the prize money awarded to the winners. 
  • Copyright Ownership: The participants acknowledge that the copyright of the materials submitted for the competition will remain with them as the respective entrant.
  • Indemnification: Participants agree to indemnify and hold BYEI and its representatives harmless from any claims, demands, or damages arising out of or in connection with the submitted artwork / photograph / film, including but not limited to claims of copyright infringement, defamation, or violation of privacy rights. 
  • Disqualification: Participants should be aware that BYEI reserves the right to disqualify entries that violate the competition’s terms and conditions or are considered inappropriate.
  • Threshold Number: In the event that a specific category does not receive a threshold number of quality submissions, the organizers reserve the right to withhold any associated award(s) or make adjustments to the published award list. This decision will be made at the sole discretion of the competition organizers and will be based on the overall quality and quantity of submissions in each respective category.

প্রতিযোগিতার বিভাগসমূহ

অনূর্ধ্ব ১৫ বছর বয়সী শিশুদের জন্য

সব বয়সীদের জন্য উন্মুক্ত

(জুনিয়র বিভাগ)

অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের জন্য

(সিনিয়র বিভাগ)

৩১ বছর বয়সী বা তদূর্ধ্ব প্রতিযোগীদের জন্য

সব বয়সীদের জন্য উন্মুক্ত