প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও আজকে রাতে পুরো বিশ্ব মেতে উঠবে নতুন বছরকে বরণ করে নিতে। হয়তো আমরাও সেই উদযাপনে শামিল হবো। কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি এর বিরুপ প্রভাব সর্ম্পকে?
ছবি: প্রথমআলো
প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও আজকে রাতে পুরো বিশ্ব মেতে উঠবে নতুন বছরকে বরণ করে নিতে। হয়তো আমরাও সেই উদযাপনে শামিল হবো। কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি এর বিরুপ প্রভাব সর্ম্পকে?
আতশবাজিতে পটাশিয়াম নাইট্রেট (KNO3), সালফার ডাই অক্সাইড (SO2), নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2), ভারি ধাতু এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ থাকে যা আমাদের প্রাণ ও প্রকৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর।
দ্য সেন্টার ফর অ্যাটমস্ফেরিক পলিউশন স্টাডিজ, ৩১ ডিসেম্বর রাতে ঢাকার বায়ু এবং শব্দের মান পর্যবেক্ষণ করে উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করে। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত প্রতি ৩১ ডিসেম্বর রাত ১১ টা থেকে ১ টার মধ্যে, আতশবাজির কারণে শব্দের মাত্রা গড়ে ৯০ থেকে ১১০ ডেসিবেল হয়েছে, যা সর্বাধিক সহনীয় মাত্রা ৭০ ডেসিবেলকে ছাড়িয়ে গেছে।
শুধুমাত্র গত বছর, জাতীয় জরুরি হটলাইন ৯৯৯ আতশবাজি থেকে শব্দ দূষণের ৩৬৫টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে ১৬০টি রাজধানী ঢাকা থেকে এসেছে৷
এছাড়া আতশবাজি এবং ফানুসের জন্য সহস্রাধিক পাখি মারা যায়, বাসার পোষা প্রাণীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং সারাদেশে শতাধিক অগ্নিকান্ড ঘটে।
The Financial Express | Dec 28, 2022
Science Direct | July 2019
যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।