আমাদের বঙ্গীয় ব-দ্বীপকে রক্ষা করি: প্রাকৃতিক জলাধার গুলোকে পুনরুদ্ধার করি
বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ। অসংখ্য ছোট-বড় নদী, নদ, খাল, বিল, হ্রদ-সহ অন্যান্য প্রাকৃতিক জলাধার, সেই সাথে দক্ষিণের বঙ্গোপসাগর এই ব-দ্বীপের প্রাণ। মিঠা ও নোনাপানির এইসকল উৎসের চারপাশেই যুগে যুগে গড়ে উঠেছে এই অঞ্চলের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য। পানির এই প্রাকৃতিক উৎসগুলোর ভবিষ্যতের উপরেই তাই নির্ভর করছে আমাদের ব-দ্বীপের প্রাণ-প্রকৃতির ভবিষ্যৎ।
কেমন আছে আমাদের এই প্রাকৃতিক জলাধারগুলো? ১৯৭১ সালেও নদ-নদী বিধৌত বাংলাদেশে প্রায় ১,২৯৪টি ছোট-বড় নদ-নদী ছিল। এখন সর্বসাকুল্যে ৭০০টির মত নদ-নদী টিকে রয়েছে, যাদের বেশীর ভাগই আজ মৃত্যুর মুখোমুখি। বাংলাদেশ সরকারের তথ্য মতে ৫৭টি নদীর নির্দিষ্ট এবং স্বীকৃত সীমানা রয়েছে। এই ৫৭টি নদীও মানুষের বেপরোয়া হস্তক্ষেপের শিকার।
কারখানার বর্জ্য, নদীদখল, অপরিকল্পিত বাঁধ, কৃষিজমির ব্যবহৃত কীটনাশক কীভাবে ধ্বংস করছে বাংলাদেশের জীববৈচিত্র্য, মানুষের জীবিকা ও ভবিষ্যত প্রজন্মের নিরাপদে বেঁচে থাকার সম্ভাবনাগুলোকে? এ থেকে পরিত্রাণের উপায়গুলোই বা কী?
যদি তুমি এসব নিয়ে চর্চা করতে ভালোবাসো তাহলে তোমার জন্যই আবার এসেছে National Earth Olympiad 2023। এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে যাচাই করে নাও আমাদের ব-দ্বীপের পরিবেশ নিয়ে তোমার জ্ঞান এবং যোগদান করো ১০০০ এরও বেশী সদস্যের নেটওয়ার্কে। এছাড়াও তুমি পেতে পারো ‘আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড ২০২৩’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।
                                    
                            
															















											
											
											
											
											
											
											
											
											
											
															