NEO Webpage > Exam

Date: May 4, 2024

Start Time: 09:30 PM (please try to log in by 09:00 PM)

End Time: 10:45 PM

  1. The exam portal will open right at 09:30 PM. You will have 75 minutes to answer all questions.
  2. The whole question is divided into 7 sections. You can scroll up and down to reach different sections of the paper.
  3. Each section contains a paragraph or some data to provide context for a few subsequent questions. As you answer each question, you can always scroll up to the starting paragraph for reference. There are about 4-7 questions under each set of stems. Do the sections you are most familiar with at the beginning. You might find the answers themselves on the leading data. 
  4. None of the questions require a descriptive answer. However, all of the questions require you to read the questions carefully and use the information and context you are provided. Utilize all of your time to read through and attempt all the sections for the best outcomes.
  5. The multiple-choice questions will be of 3 kinds:

Single-ended MCQs = [SE], and

Multiple-ended MCQs = [ME],

True/False = [T/F]

  1. Matching questions have 1 point per row. A table with 4 rows, for example, will award 4 points upon successful matching. 
  2. [ME] questions are such that you will be allowed to choose as many options as you want. However, only a few specific options will be the correct ones. There WILL be penalties for choosing any of the incorrect options (see number 8 below).
  3. Negative Marking: There will be NO negative marking for single-answered MCQs, true-false questions, or Matching. For [Multiple Ended 0.5 points will be deducted for EACH WRONG OPTION chosen, though the lowest net point achievable is 0. 

For example: A [Multiple Ended] question contains 8 options, with 2 correct, and 6 incorrect options. Say, if someone chooses all 8 options, the total point calculation becomes: (+1 x 2) + (-0.5 x 6) = 2 – 3 = -1.  But since,  -1 < 0  the net total point from THAT question will be counted as 0. 

  1. You can change your answer anytime after selecting an option. But you cannot change your answers after you have clicked  “submit”.

Please ensure that you remain within the exam browser tab at all times. Leaving the tab will result in a warning, and if you receive more than three warnings, your exam will be disqualified.

  1. In case you are being forced out of the exam portal just log back in within the exam time and you can continue from where you left off.
  2. The exam portal will close at 10:45 PM. Your exam paper will automatically be submitted after that time.

তারিখ: ৪ মে ২০২৪

শুরুর সময়: রাত ৯:৩০ (অনুগ্রহ করে রাত ৯:০ টার দিকে লগইন করার চেষ্টা করবে)

শেষ সময়: রাত ১০:৪৫।

১। পরীক্ষার পোর্টাল ঠিক রাত ৯ টায় খোলা হবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৭৫ মিনিট সময় থাকবে।

২। পুরো প্রশ্নটি ৭ টি বিভাগে বিভক্ত। বিভিন্ন বিভাগে পুনরায় ফিরে যাওয়ার জন্য   উপরে এবং নীচে স্ক্রল করতে পারবে। 

৩। উদ্দীপকগুলো একটি অনুচ্ছেদ বা উপাত্ত বা পরিসংখ্যান দিয়ে শুরু হবে যেখান থেকে পরবর্তী প্রশ্ন বা প্রশ্নগুলো করা হবে। প্রতিটি বিভাগে প্রায় ৪-৮টি প্রশ্ন থাকবে।

৪। কোনো প্রশ্নেরই বর্ণনামূলক উত্তরের প্রয়োজন নেই। যাইহোক, সমস্ত প্রশ্নের জন্য আপনাকে প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়তে হবে এবং আপনাকে দেওয়া তথ্য এবং উদ্দীপক ব্যবহার করতে হবে।

৫। বহুনির্বাচনী প্রশ্ন ২ ধরনের হবে: এক উত্তর বিশিষ্ট MCQ, এবং বহু-উত্তর সংবলিত MCQ। আপনার সুবিধার জন্য, একাধিক উত্তর সম্বলিত প্রশ্নগুলিকে সংক্ষেপে লেবেল করা হবে:[ME] যার মানে এই প্রশ্নটিতে একাধিক সঠিক উত্তর আছে।

৬। এছাড়াও আরও দুই ধরনের প্রশ্ন থাকবে। প্রশ্নের সামনে [Match] লেখা থাকলে, তাহলে এর উত্তরে বামপাশের সাথে ডানপাশ মেলাতে হবে। ম্যাচিং এর জন্য একটি ড্রপডাউন মেনু থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর থাকবে।

৭। [ME] একাধিক উত্তর সম্বলিত প্রশ্নগুলিতে তুমি একাধিক অপশনে টিক দিতে পারবে। তবে মনে রাখবে, যেকোনও ভুল উত্তরে টিক দেবার জন্য নম্বর কাটা যাবে (নীচের ৮ নম্বর দ্রষ্টব্য)। 

৮। ঋণাত্মক নম্বর: শুধুমাত্র একাধিক উত্তর সম্বলিত প্রশ্নে [ME] ঋণাত্মক নম্বর থাকবে। এই ধরণের প্রশ্নগুলোতে প্রতিটি ভুল উত্তরে টিক দেয়ার জন্য ০.৫ নম্বর কাটা যাবে। যদিও একটি প্রশ্নে সর্বনিম্ন ০ নম্বর পাওয়া সম্ভব।

উদাহরণস্বরূপ: ধরা যাক একটি [ME] প্রশ্নে ৮টি অপশন থাকছে, ২টি সঠিক এবং ৬টি ভুল বিকল্প রয়েছে৷ যদি কেউ ৭টি বিকল্প বেছে নেয়, তাহলে মোট নম্বর গণনা হবে: (+১ x ২) + (-০.৫ x ৬) = ২ – ৩ = -১। কিন্তু যেহেতু, -১ শুণ্যের কম, সুতরাং সেই প্রশ্ন থেকে মোট নম্বর ০ হিসাবে গণনা করা হবে।


৯। পরীক্ষা চলাকালীন যে কোন সময়ে যে কোন প্রশ্নের উত্তর পরিবর্তন করা যাবে। কিন্তু উত্তর সাবমিট করার পরে আর উত্তর পরিবর্তন করা যাবে না। 

 পরীক্ষা চলাকালীন ব্রাউজারে পরীক্ষার ট্যাব ছেড়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে স্ক্রিণে একটি সতর্কতা দেখানো হবে। ৩ টিরও বেশি সতর্কতা পেলে তোমার পরীক্ষাটি অযোগ্য হিসাবে গণ্য হবে।

১০। কোন কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা সার্ভারে সমস্যা দেখা দিলে পরীক্ষার সময়ের মধ্যে আবার লগ ইন করতে হবে। সংযোগ বিচ্ছিন্ন হবার আগে যতটুকু পরীক্ষা দিয়েছিলে আবার সেই জায়গা থেকে বাকিটা চালিয়ে যেতে পারবে।

১১। পরীক্ষার পোর্টাল রাত ১০:৪৫ এ বন্ধ হবে। আপনার পরীক্ষার পেপারটি সেই সময়ের পরে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে হবে।